139
thumb Captured By: জয়দীপ মৈত্র
              • 10-07-2022   2:00 PM •      Captured By: জয়দীপ মৈত্র   139

দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পালিত হল পবিত্র ইদ।

জয়দীপ মৈত্র:-দক্ষিন দিনাজপুরঃ রোদের তীব্র ও প্রখর দাবদাহকে উপেক্ষা করে রবিবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে মুসলিম ধর্মাম্বলী মানুষদের আজ এই পবিত্র দিনে তথা বাকরি ইদের দিন তাঁদের নামাজ পড়ার জায়গা ইদগাহের মাঠ যেন ছিল মিলনক্ষেত্র। পবিত্র খুশির ইদে সামিল আট থেকে আশি। রবিবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ইদগাহ মাঠ কার্যত মেলার রূপ নেয়।

শতাধিক মানুষের জমায়েত হয়। ইদের নমাজ শেষে একে অপরকে কোলাকুলি করেন এরপর ফল ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদ ঘিরে ৮ থেকে ৮০ র উদ্দিপনা ছিল চোখে পড়ার মতন। দক্ষিণ দিনাজপুর জেলাতে খুশির ইদে সামিল সাধারণেরা।

এদিন সকালে জেলার বিভিন্ন জায়গায় ইদ উপলক্ষে শতাধিক মানুষের জমায়েত হয় পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট, হিলি, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কুশমন্ডি ও হরিরামপুরের বিভিন্ন ইদগাহে নামাজ পড়ার আয়োজন করা হয় পাশাপাশি ইদের নমাজের শেষে উঠতি যুবকরা জেলার বিভিন্ন সিনেমাহলে সিনেমা দেখতে ভীড় জমায় অন্যদিকে মেয়েরা বাহারি চুড়ি আর অসাধারন পোষাক ও নকশা কাটা মেহেন্দি পড়ে দলবেধে ঘুরতে বেড়োয় আজ ইয়ে পবিত্র বাকরি ইদ উপলক্ষে প্রত্যেক বাড়িতে সুস্বাদু সিমাই, লাচ্চি বিরিয়ানী, কষা খাসি ও মুরগির কোরমা কব্জি ডুবিয়ে খেতে ব্যাস্ত বাড়ির সদস্য সহ আত্মীয় পরিজনেরা এই খুশীর ইদের আনন্দের জোয়ারে গা ভাসিয়ে ভাসছেন সারা দেশে সহ দক্ষিণ দিনাজপুর জেলার মুসলিম সম্প্রদায়ের মানুষ