119
thumb Captured By: সুচনা গাঙ্গুলী
              • 10-07-2022   6:58 PM •      Captured By: সুচনা গাঙ্গুলী   119

উল্টোরথে মেতে উঠল বেলঘড়িয়া রথতলা

সূচনা গঙ্গোপাধ্যায়:- দক্ষিণ 24 পরগনা:- সাতটা দিন মাসির বাড়িতে কাটিয়ে অগুনতি মানুষের ভিড়ের মধ্যে দিয়ে অবশেষে শাস্ত্রীয় নিয়ম মেনে ৯ ই জুলাই উল্টোরথের দিনে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে নিজের বাড়ি বেলঘড়িয়া রথতলায় ফিরে এলেন প্রভু জগন্নাথ দেব। তিন জনের জন্য ছিল তিনটি আলাদা সুসজ্জিত রথ। নতুন করে তৈরি করা জগন্নাথ দেবের রথের উচ্চতা হলো সবচেয়ে বেশি এবং সেটা ছিল ত্রিশ ফুট।

তার থেকে এক ফুট কম অর্থাৎ ঊনত্রিশ ফুট ছিল বলরাম দেবের রথের উচ্চতা এবং আঠাশ ফুট ছিল বোন সুভদ্রার রথের উচ্চতা। এভাবেই উল্টোরথের দিন আনন্দে মেতে ওঠে উত্তর দমদমের বেলঘড়িয়া রথতলার বাসিন্দারা। দীর্ঘ পথে ছিল অসংখ্য মানুষের ভিড়। পা রাখার জায়গা নেই।

রথকে কেন্দ্র করে মেলা বসেছে সেখানেও উপচে পড়া ভিড় উল্টোরথে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র তিনি বললেন - বিধায়ক হিসাবে নয়, এলাকার মানুষ হিসাবে আমি এই রথের আনন্দে প্রতিবছর সবার সঙ্গে সামিল হই এএক অন্য মজা