146
thumb Captured By: গোপাল বিশ্বাস
              • 16-07-2022   3:17 PM •      Captured By: গোপাল বিশ্বাস   146

শুরু হল করোনার বুস্টার ডোজ পরিষেবা।

গোপাল বিশ্বাস -ঃনদীয়া-ঃ দেশ তথা রাজ্য জুড়ে করোনা যেভাবে আবারও বৃদ্ধি পেয়েছে তাতে যথেষ্ট চিন্তিত বিশেষজ্ঞ থেকে চিকিৎসক সহ প্রশাসনও। আর এই পরিস্থিতিতে দাড়িয়ে সরকার গত কয়েক দিন আগে ঘোষণা করেছে সারা দেশে বিনামূল্যে করোনার বুস্টার ডোজ পরিষেবা দেওয়া হবে। আর রাজ্য জুড়ে গত ১৫ই জুলাই থেকে শুরু হয়েছে এই বুস্টার ডোজ পরিষেবা প্রদান।

সেই মত নদীয়ার নবদ্বীপেও এদিন শুরু হল এই বুস্টার ডোজ পরিষেবা প্রদান। গতকালই নবদ্বীপ পৌরসভার তরফে শহর জুরে মাইকিং এর মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল আজ নবদ্বীপ শহরের হরিতলা পৌরসভার মাদার টেরেসা সুস্বাস্থ্য কেন্দ্রে করোনার বুস্টার ডোজ দেওয়া হবে। পূর্ব ঘোষিত অনুযায়ী আজ সকাল থেকে পৌরসভার এই স্বাস্থ্য কেন্দ্রে শুরু হয় টিকা প্রদান। সকলা থেকে সাধারণ মানুষের মধ্যে টিকা নেবার উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এদিন বুস্টার ডোজ এর পাশাপাশি যে সকল সাধারণ মানুষের করোনার প্রথম বা দ্বিতীয় ডোজ নেওয়ার এখনো বাকী তাদেরও ভ্যাকসিন দেওয়া হয় প্রশাসন তথা নবদ্বীপ পৌরসভার তরফে এহেন আয়োজনকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জানালেন সাধারণ মানুষ