211
thumb Captured By: নিজস্ব চিত্র
              • 24-07-2022   01:00 AM •      Captured By: নিজস্ব চিত্র   211

অন্ডালের কাজোরার মাধবপুররে শিশু সৌরভ খুনের কিনারা করলো অন্ডাল থানার পুলিশ অভিযুক্ত ৪

নিজস্ব প্রতিনিধি: অন্ডাল থানার অন্তর্গত কাজোরার মাধবপুর গ্রামে শিশু সৌরভ খুনের কিনারা করল অন্ডাল থানার পুলিশ 15 দিন পর। এই মাসে ৬ জুলাই বিকালে বন্ধুর দের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় সৌরভ বাউরী বয়স ৭ বাড়ির লোক খোঁজাখুঁজি করেন সন্ধান না পাওয়াই পরের দিন বৃহস্পতিবার অন্ডাল থানায় নিখোঁজ ডায়েরী করে। নিখোঁজ হয়ে যাওয়া চার দিন পর রবিবার সকালে বাড়ির থেকে কিছুটা দূরে একটি জঙ্গলের সৌরভের ক্ষতবিক্ষত দেহ স্থানীয়রা জানান যে সৌরভকে খুন করা হয়েছে, পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সরোব হন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ সমিতি সহ একাধিক সংগঠন , তারা জানায় আগামী দুদিনের মধ্যে খুনিরা ধরা না পড়লে জাতীয় সড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনে নামবেন তারা, এরপর পুলিশের পক্ষ থেকে তাদেরকে জানানো হয় বেশ কিছু সূত্র পাওয়া গেছে অপরাধীরা, খুব জলদি ধরা পড়বে বলে জানানো হয়।

এর পর কাজোড়া মাধবপুর এলাকা থেকে মহিলা সহ চারজনকে বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। ধৃত ৪ ,রোহন বাউরী ,উমেশ বাউরী, যশোদা বাউরী, গনেশ বাউরী , স্থানীয় সূত্র জানা যায় ধৃতরা একই পরিবারের লোক । বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয় বিচারক তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন, শনিবার দুপুরে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে আসা হয় পুন নির্মাণ করার জন্যে, ঘন্টাখানেক জিজ্ঞাসা বাদ করা হয় সেখানে উপস্থিত ছিলেন এসিপি মোঃ ওমর আলী মোল্লা, অন্ডল থানার ভারপ্রাপ্ত শান্তনু অধিকারী, সিআই পিন্টু সাহা সহ পুলিশ আধিকারিকেরা প্রথমে মহিলা কে নিয়ে যাওয়া হয় তার বাড়ি যেখানে সৌরভ খেলছিল সেই মাঠে তারপর মহিলাটি জানান সৌরভ তাকে কে উত্তক্ত করায় তাই সে রাগের মাথায় শিশুটিকে ইঁট ছুড়ে মারেন এরপর ইঁটের আঘাতে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে শিশুটিকে কোলে করে নিয়ে গিয়ে বাড়িতে রান্না ঘরে রাখে , তারপর যখন দেখে জ্ঞান আসছে না তখন সে বুঝতে পারে মারা গিয়েছে, এরপর ৯ জুলাই রাত্রে সৌরভের দেহটিকে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসে, গোটা ঘটনাটি পুলিশের পক্ষ থেকে ভিডিওগ্রাফি করা হয়। এসিপি মোঃ ওমর আলী মোল্লা জানান মহিলার বাড়ি থেকে ইটের টুকরোটি উদ্ধার করা হয় এছাড়াও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পাওয়া গেছে সেগুলি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।