171
thumb Captured By: জয়দীপ মৈত্র
              • 04-08-2022   2:35 PM •      Captured By: জয়দীপ মৈত্র   171

বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ জেলা পরিষদ।

জয়দীপ মৈত্র:-দক্ষিণ দিনাজপুর:- বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজে অঙ্গীকারবদ্ধ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। আজ বুধবার জলসম্পন্ন প্রকল্প নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়ের এদিন দক্ষিণ দিনাজপুর জেলার এডিএম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জেলাপরিষদের সেক্রেটারি, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আমজাদ আলী, পূর্ত কর্মদক্ষ মফিজউদ্দিন মিয়া, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার,পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের সচিব, পঞ্চায়েতের ওয়াটারফ্যাসিলেটরদের নিয়ে দ্রুত প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য আলোচনা করলেন। অতি দ্রুত দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে পুঙ্খানুপুঙ্খভাবে অঙ্গীকারবদ্ধ জেলা পরিষদ।

অতি দ্রুত সকলে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় পাবেন বলে জেলা পরিষদ সূত্রের খবর। জেলা পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের প্রতিটি মানুষ।।