149
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 07-08-2022   7:40 PM •      Captured By: আশীষ কুমার দুবে   149

দীঘা ঘুরতে এসে সমুদ্রে ডুবে মৃত এক পর্যটক।

আশীষ কুমার দুবে:-দীঘা :-দীঘায় বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত এক পর্যটক। মৃত পর্যটকের নাম কল্যাণ দাস বয়স ৪৮, বাড়ি ৩২ কেপি রায় লেন থানা চারু মার্কেট কলকাতা । বন্ধুবান্ধবদের সঙ্গে গতকাল দীঘায় বেড়াতে আসেন আজ সকালে ওলদিঘা সি হোক গোলার ঘাটে অন্যান্য বন্ধুবান্ধবরা যখন গাড়োয়ালের উপরে বসে ছিলেন তখন কল্যাণ বাবু একাই সমুদ্রস্নানে নেমে যান বেশ কিছুক্ষণ ধরে তাকে খুঁজে না পাওয়ায় পরিবার লোকজন মিলে সমুদ্রে কর্মরত ডিসাস্টার ম্যানেজমেন্ট এর কর্মী নুলিয়াদের খবর দেয়, নুলিয়ারা সঙ্গে সঙ্গে সমুদ্রে নেমে খোজ করেন এবং সঙ্গে সঙ্গে তাকে সমুদ্রের জল থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

কল্যাণ তার পরিবারের একমাত্র সন্তান বলে জানা গেছে ।যদিও তিনি অবিবাহিত। দীঘা থানার বড়বাবু বুদ্ধদেব মাল বলেন দীঘা থানা ও প্রশাসনের পক্ষে বার বার প্রচার ও পর্যটক দের সতর্কতা করা হচ্ছে, যাতে সমুদ্রে স্নান করার সময় সতর্কতা অবলম্বন করেন কিন্তু পর্যটক দের খাম খেয়ালিপনার জন্য সমুদ্রের জলে জীবন বিপন্ন হচ্ছে, তিনি পর্যটক দের অনুরোধ করেন সমুদ্রে কর্মরত দীঘা পুলিশ ও নুলিয়া দের নির্দেশ পালন করুন ।বহু সময় দেখা যায় পুলিশ দের চোখের আড়ালে জোয়ারের সময় অনেকে সমুদ্রে নেমে যায় যদিও প্রশাসনের পুরোপুরি নির্দেশ আছে জোয়ারের সময় সমুদ্রে নামা নিষেধ কিন্তু কে কার কথা শুনে ।

তাই বার সমুদ্রের জলে জীবন হারাচ্ছেন বহু পর্যটক