124
thumb Captured By: জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
              • 07-08-2022   7:43 PM •      Captured By: জ্যোতি প্রকাশ মুখার্জ্জী   124

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে গুসকরায় রক্তদান শিবির।

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী:-গুসকরা:- গ্রীষ্মকাল এলেই প্রায় প্রতিবছরই রাজ্যের বিভিন্ন ব্লাডব্যাংকে দ্যাখা দেয় রক্ত সংকট। রক্তের অভাবে চরম বিপদে পড়ে যায় মুমূর্ষু রুগী ও তাদের পরিবারের সদস্যরা। পরিস্থিতির মোকাবেলায় এগিয়ে আসে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্হা।

তাদের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় একাধিক স্বেচ্ছায় রক্তদান শিবির। এব্যাপারে পেছিয়ে থাকলনা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন গুসকরা পূর্ব আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে এবং বর্ধমান শিবশঙ্কর সেবা সমিতির অন্তর্গত রশ্মি ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় ৭ ই আগষ্ট গুসকরা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বেসরকারি লজে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। শিবির থেকে মোট ৫৬ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।

রক্তদাতাদের মধ্যে ১২ জন মহিলা ও ৪৪ জন পুরুষ ছিলেন গুসকরা শহরের বাইরে থেকেও অনেকেই রক্তদান করতে এগিয়ে আসেন সংগৃহীত রক্ত ব্লাডব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দ্যাখা যায় 'সবুজ বাঁচাও' লক্ষ্যে উদ্যোক্তাদের পক্ষ থেকে রক্তদাতাদের হাতে একটি করে ফলের চারা উপহার দেওয়া হয় রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সম্পাদক অয়নাংশু সরকার, জেলা সভাপতি অমিত কুমার মণ্ডল, জেলা কমিটির সদস্য চন্দন ভট্টাচার্য , গুসকরা পূর্ব এরিয়া কমিটির সভাপতি এরফান সেখ সহ অন্যান্যরা এরফান সেখ বললেন- করোনার জন্য দু'বছর বন্ধ থাকলেও আমরা দীর্ঘদিন ধরে রক্ত সংগ্রহ করে আসছি দলের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ রক্ত দিতে এগিয়ে এসেছেন আমাদের লক্ষ্য রক্তের অভাবে কোনো মুমূর্ষু রোগীর পরিবার যেন অসহায় হয়ে না পড়েন তিনি আরও বলেন - সবুজায়নের লক্ষ্যে আমরা প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে ফলের চারা তুলে দিয়েছি