148
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 07-08-2022   7:46 PM •      Captured By: আশীষ কুমার দুবে   148

দিঘার সমুদ্র উপকূলে ঘনীভূত নিম্নচাপ, প্রশাসনের জারি সতর্কবার্তা।

আশীষ কুমার দুবে:- দীঘা :- মুসল ধারা বৃষ্টি মেঘলা আকাশ, শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি দিঘা, শঙ্করপুর, তাজপুর-সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায়। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় শনিবার প্রশাসনের তরফ থেকে দিঘায় শুরু হয়েছে মাইকিং ও প্রচার ৷ আসংখ্যা নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার, জেলা পুলিশের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে ৷ আগাম সতর্কবার্তা দেয়া হয়েছে গভীর সমুদ্রে যাওয়া ট্রলারগুলিকে এবং বার্তা পাঠিয়ে নিরাপদ স্থানে ফিরে আসার জন্য বলা হয়েছে ৷ মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে ৷ যদিও ভরা বৃষ্টি তে গত কয়েক দিনে ভ্রমণার্থীদের ঢল দিঘায় । দীঘা থানার পক্ষে প্রতিনিয়ত প্রচার ও মাইকিং করে টুইস্টদের সতর্ক করা যাতে জোয়ারের সময় সমুদ্রে কেও না নামেন স্নান করতে।

দীঘা থানার পুলিশ ও নুলিয়া রা প্রতিনিয়ত সমুদ্রে আঁকড়ে আছেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে । তবে আবহাওয়া দপ্তর অনুযায়ী মঙ্গল বারের পর আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা এবং মেঘ ঘনীভূত থাকলেও হালকা বৃষ্টিপাতের সম্ভানা আছে ।।