180
thumb Captured By: জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
              • 09-08-2022   10:37 PM •      Captured By: জ্যোতি প্রকাশ মুখার্জ্জী   180

তৃণমূলে কি গৃহযুদ্ধ আসন্ন?

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী:-( কলমে) প্রধানমন্ত্রী থাকার সময় রাজীব গান্ধীর বিরুদ্ধে অপ্রমাণিত 'বোফর্স' তকমা দিয়ে বামপন্থীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন দেওয়াল এবং স্লোগানে আকাশ-বাতাস ভরিয়ে দেয়। এখন আবার শুরু হয়েছে। গত বিধানসভা ভোটের পর থেকে শুভেন্দুকে দেখলেই তৃণমূলের পক্ষ থেকে 'চোর' বলা হচ্ছে ।

রাজ্যের প্রভাবশালী প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জ্জীকে দেখে 'চোর' বলে সম্বোধন করেছে জেলবন্দী কয়েদিরা। হাসপাতালে রুটিন মাফিক শারীরিক পরীক্ষা করাতে গিয়ে রুগীর আত্মীয়দের একাংশ অনুব্রত মণ্ডলকে দেখে 'গরু চোর' বলে স্লোগান দিতে থাকে। অথচ কয়েকদিন আগেও অনুব্রতের বিরুদ্ধে কথা বলা ছিল কার্যত অসম্ভব। 'নিলামে উঠেছে দলীয় পদ' - টাকার বিনিময়ে দলীয় পদ দেওয়ার অভিযোগ উঠেছে ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বিরুদ্ধে এবং তার বাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়েছে।

চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে হেনস্থা হতে হয় তৃণমূলের স্হানীয় এক নেতার পরিবারের সদস্যদের রাজীব গান্ধী বা শুভেন্দুর বিরুদ্ধে স্লোগান দিয়েছে রাজনৈতিক দলের সদস্যরা পার্থ বা অনুব্রতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে সাধারণ মানুষ তাদের মধ্যে বিশেষ কোনো রাজনৈতিক মতাদর্শের লোকজন থাকতেই পারে এই মুহূর্তে রাজীব গান্ধীকে নিয়ে আলোচনা করা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বাকি তিন জনের বিরুদ্ধে প্রমাণ ছাড়াই শুধু সন্দেহ ও অনুমানের ভিত্তিতে অভিযোগ করা হয়েছে এবং বিরোধী দলগুলো এটা করেই থাকে সবচেয়ে মারাত্মক বিষয় হলো ইদ্রিস আলির বিরুদ্ধে অভিযোগ এবং অভিযোগটা করেছে নিজেরই দলের সদস্যরা টাকার বিনিময়ে দলীয় পদ - কানাঘুষায় এই অভিযোগটা প্রায়শই শোনা যেত যারা বেশি টাকা দিতে পারবে তারাই নাকি দলের বিভিন্ন পদ পাবে ২০১৬ সালেও যারা সিপিএমের সামনের সারিতে ছিল অনেক জায়গায় আজ তারা তৃণমূলের সামনের সারিতে বঞ্চিত হলো এদের বিরুদ্ধে যেসব তৃণমূল কর্মীরা লড়াই করেছিল দলে থাকা সত্ত্বেও ২০১১ থেকে ২০১৬ এর মধ্যে হয়ে যাওয়া কোনো নির্বাচনেই এরা সিপিএমকে জেতাতে পারেনি, উল্টে দলের ভোট কমেছে তাহলে কোন অঙ্কে তাদের তৃণমূলের সামনের সারিতে আনা হলো? কোন যাদুবলে ঘটনাটা ঘটল? এতদিন যে অভিযোগটা ফিসফাস আকারে হচ্ছিল এবার কিন্তু তাতে হাল্কা হাওয়া লেগেছে গভীর নিম্নচাপে পরিণত হতে বেশি সময় লাগবে না তারপর যে ঝড় উঠবে সেটা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে কারণ ঝড়টা দলের অভ্যন্তর থেকে আসছে ২০১৯ সালের লোকসভা ভোটের আগে নব্য তোলামূলী তৃণমূলীদের দাপটে তৃণমূল অন্ত প্রাণ এবং প্রথম থেকে দলের সঙ্গে যুক্ত তৃণমূলীরা পেছনের সারিতে চলে গ্যালো দলের শীর্ষ নেতৃত্ব ভেবেছিল পঞ্চায়েত ভোটের মত সহজেই ৪২ এ ৪২ হবে মাথায় ছিলনা লোকসভা ভোটটা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হবে ফল বের হওয়ার পর দ্যাখা গ্যালো তোলামূলীরা সামনে নাই বিজেপি কর্মীদের দাপটের সামনে বুক চিতিয়ে লড়াই করছে দলের সেই দুর্দিনের কর্মীরা ভাবা হয়েছিল এবার হয়তো দলের শীর্ষ নেতৃত্ব সচেতন হবে নেত্রীর ঘোষণা অনুযায়ী দলের দুর্দিনের কর্মীরা সামনে থাকবে বাস্তবে উল্টো দ্যাখা গ্যালো পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই স্হানীয় নেতৃত্বের প্রশ্রয়ে তোলাবাজরা সামনেই থেকে গ্যালো গত বিধানসভা ভোটের সময় তোলাবাজরা আবার দেওয়ালে উঠে পড়েছিল ভোটের ফল বের হওয়ার পর বিভিন্ন অশান্তিতে তাদের নাম সামনে আসে তখনও দল কোনো ব্যবস্থা নেয়নি এবার কিন্তু দলের ভিতর থেকেই প্রতিবাদ আসছে প্রতিবাদটা তীব্র আকার ধারণ করার আগেই অসৎদের সরিয়ে সৎদের যদি সামনে আনা না হয় তাহলে কিন্তু বিপদ অনিবার্য হয়তো তৃণমূল নেত্রী বিপদটা আঁচ করেছেন তাই মন্ত্রী সভার পরিবর্তনের সময় তাকে যথেষ্ট বিষণ্ন লেগেছে হতে পারে সেটা দীর্ঘদিনের সঙ্গী পার্থ চ্যাটার্জ্জীকে মন্ত্রীসভা থেকে বাদ দেওয়ার জন্য অথবা আর এক 'ভাই'য়ের আসন্ন সম্ভাব্য বিদায়ের আশঙ্কাজনিত কারণ ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রধান, উপপ্রধান সহ দলের বিভিন্ন স্তরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে দলের একাংশ ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে, সেই খবর পাওয়া যাচ্ছে তার উপর আবার শোনা যাচ্ছে ব্লক সভাপতির পদ থেকে বহু জনকে বাদ দেওয়া হচ্ছে শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছাবে সেটা দ্যাখার জন্য একটু অপেক্ষা করতে হবে তবে এটা নিশ্চিতরূপে বলা যেত যদি বিরোধী দলে একজন মমতা ব্যানার্জ্জী থাকত তাহলে তৃণমূলের শেষের ইতিহাস লেখার কাজ শুরু হয়ে যেত অথবা অভিষেকের ভাষায় হয়তো নতুন তৃণমূল দ্যাখা যাবে