153
thumb Captured By: জয়দীপ মৈত্র
              • 10-08-2022   4:51 PM •      Captured By: জয়দীপ মৈত্র   153

খন পালা গান বিষয়ক এই কর্মশালা।

জয়দীপ মৈত্র:-দক্ষিণ দিনাজপুর:- দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন লোক শিল্প খন গান পুনর্জীবিত করে তুলতে প্রথম থেকেই উদ্যোগী ছিলেন মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সরকার। আর সেই লক্ষ্যেই আজ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কুশমন্ডি ব্লক সমষ্টি আধিকারিক এর দপ্তরে জেলার প্রাচীন লোক গান খন পালাগান বিষয়ক এক কর্মশালার খন পালা গান বিষয়ক এই কর্মশালায় জেলার বরিষ্ঠ আয়োজন করা হয়। এই কর্মসালায় উপস্থিত ছিলেন অমরজ্যোতি সরকার বিডিও কুশমন্ডি, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাজেশ কুমার মন্ডল , সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এদিন খন পালা গান বিষয়ক এই কর্মশালায় জেলার বরিষ্ঠ খন পালা গায়করা খনপালা গান পরিবেশন করেন। পাশাপাশি নব প্রজন্মের খন পালাগানের গায়কদের প্রশিক্ষণ দেওয়া হয় এই কর্মশালায়। এছাড়াও খন পালা গান সম্পর্কে উপস্থিত থাকা বিশিষ্টজনেরা তাদের মতামত ব্যক্ত করেন। এ বিষয়ে জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাজেশ মন্ডল বলেন যে মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রথম থেকে যে সমস্ত প্রকল্পগুলি চালু হয়েছিল তার মধ্যে অন্যতম লোকপ্রসার প্রকল্প।

আর এই লোকপ্রসার প্রকল্পের অংশ হিসেবেই আজ এই কর্মশালা