155
thumb Captured By: নিজস্ব চিত্র
              • 11-08-2022   9:03 PM •      Captured By: নিজস্ব চিত্র   155

অনুব্রতর ১০ দিনের CBI হেফাজতের নির্দেশ

নিজস্ব সাংবাদদাতা ঃগোরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ বার অনুব্রতকে তলব করেছিল সিবিআই। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নয় বার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। মাত্র একবার হাজিরা দিয়েছিলেন।

১০ অগাস্টও তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।বৃহস্পতিবার বীরভূমের বাড়ি থেকে গোরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। এরপর আসানসোলের ইএসআই হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। তারপর হাসপাতাল থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় সিবিআইয়ের বিশেষ আদালত চত্বরে।

আর সেখানেই বিক্ষোভ দেখান বাম ও বিজেপি কর্মী সমর্থকরা ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল আসানসোলে সিবিআইের বিশেষ আদালত অনুব্রত মণ্ডলকে আটক করতেই বিরোধী উল্লাস,দেদার বিলি চলছে গুড়, বাতাসা, নকুলদানা