158
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 14-08-2022   0:35 PM •      Captured By: আশীষ কুমার দুবে   158

আজাদীর ৭৫ বছরে দীঘা তে টুরিস্ট এর ঢল্।

আশীষ কুমার দুবে:- দীঘা:-সারা দেশে পালিত হচ্ছে স্বাধীনতার ৭৫ তম মহোৎসব, আর তারই সাথে দীঘাও সামিল এই মহোৎসবে। গত কয়েক দিন ধরে বঙ্গোপ সাগরের নিম্নচাপ দীঘা সমুদ্রের জল একটা গভীর আকার ধারণ করেছিল তবুও দীঘা তে কমেনি টুরিস্ট দের ভিড়, সমুদ্রের জলের উচ্ছাসে বন্দ ছিল সমুদ্র স্নান কয়েক দিন তবুও টুরিস্ট কমেনি আর এবার লাগাতার তিন দিনের সরকারি ছুটিতে দীঘা থেকে, মন্দারমণি, তাজপুর সব সৌকত ক্ষেত্রে গুলিতে মানুষের উপচে পড়া ভিড় । গত দু বছর মানূষ কোরোনার প্রকোপে নিযেদের বাড়িতে উদযাপন করেছেন স্বাধীনতা দিবস কিন্তু এবছর কোরোনার নিয়মের শিথিলতা আবার মানুষ দীঘা মুখী হচ্ছেন স্বাধীনতা দিবসের কয়েক টা দিন ছুটি কাটাতে ।

এদিন দীঘার বহু হোটেল ম্যানেজার ও মালিক কর্তৃপক্ষের কাছ থেকে জানা দীঘা তে প্রচুর মানুষ এসেছেন আর বেশির ভাগ হোটেল গুলি ভর্তি, তাই দিনবা দিন দীঘা তে হোটেলের সংখ্যা টা বাড়লেও এখনো ভরা সিজেনে দীঘা তে রুম পাওয়াটা নাগালের বাহিরে , আর সিজেনে গুটি কয়েকটি হোটেল ছাড়া রুম ভাড়ার থাকে না কোনো নির্দিষ্ট নিয়ম, বহুবার সরকারি ভাবে আগাম সতর্কতা করা হলেও, তা খুব একটা প্রাধান্য পায়না । যদিও আবার ফাঁকা সময়ে হোটেল গুলি খালি পড়ে থাকে। দীঘা তে ঘুরতে আসা বহু টুরিস্টদের আসা আগামী দিনে দীঘা তে একটা সুনির্দিষ্ট নিয়ম থাকবে যেটা অন্য ভ্রমণ জায়গাগুলিতে দেখা যায় কারণ দীঘা জে ভাবে সেজে উঠেছে তা এক আমূল পরিবর্তন ।।