138
thumb Captured By: জয়দীপ মৈত্র
              • 15-08-2022   5:05 PM •      Captured By: জয়দীপ মৈত্র   138

১৫ অগাস্ট ৭৬ তম দিবস মর্যাদার সাথে পালন করল দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন।

জয়দীপ মৈত্র:-দক্ষিণ দিনাজপুর:- আজ ১৫ অগাস্ট ৭৫ তম ভারতের স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করল দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন। সারা ভারত ও রাজ্যের পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সদর শহর বালুরঘাট প্রশাসনিক ভবনের সামনে জেলাশাসক বিজিন কৃষন জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করেন। সোমবার সকাল ন’টা নাগাদ ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন তারপর শহিদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করে প্রশাসনিক কর্তারা স্বাধীনতা দিবসকে শ্রদ্ধা জানান।

এর পাশাপাশি পুলিশ ও অসমারিক বাহিনী ব্যান্ডের তালে কুচকওয়াজ প্রদর্শনের মধ্যমে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করেন।আজকের এই অনুষ্ঠানে জেলা শাসক ছাড়াও জেলার অনান্য উচ্চপদস্থ আধিকারিকগন উপস্থিত ছিলেন। অপরদিকে জেলা প্রশাসনের পাশাপাশি জেলার বিভিন্ন ব্ল ও ও মহুকুমা ও জেলা শহরের সাধারন মানুষজন যথাযথ মর্যাদার সাথে জাতীয় পতাকা উদ্দযাপনের মধ্যমে ৭৬তম স্বাধীনতা দিবস পালন করেন।।