123
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 21-08-2022   11:50 PM •      Captured By: আশীষ কুমার দুবে   123

ডুবন্ত বাংলাদেশি মৎস জীবিদের উদ্ধার করলো ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।

আশীষ কুমার দুবে:-পূর্ব মেদিনীপুর :-ভারতীয় উপকূল রক্ষী বাহিনী দ্বারা বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে প্রবল ঝড়-বৃষ্টিতে পড়া তিনটি মাছধরা ট্রলারের ২৭ জন বাংলাদেশী মৎস্যজীবীকে উদ্ধার করেছে। গভীর সমুদ্রে দুটি ট্রলার ঝড়ে উল্টে ডুবে গেছে। যদিও একটি ট্রলার কে উদ্ধার করা সম্ভব হয়েছে।

জানা যায় বাংলাদেশী ট্রলারগুলি ভারতীয় জলসিমার মধ্যে ঢুকে পড়েছিল। উপকূল রক্ষী বাহিনীর ডর্নিয়ার এয়ারক্রাফট গভীর সমুদ্রের বিচ্ছিন্ন এলাকায় আকাশ থেকে অনুসন্ধানের কাজ চালাচ্ছে এবং বাহিনীর ২টি উদ্ধারকারী জাহাজ আই সি জি এস আনমোল (ICGS ANMOL) এবং আই সি জি এস ভরত (ICGS VARAT) অনুসন্ধান কাজে যুক্ত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর পশ্চিমবঙ্গের ডিআইজি পঙ্কজ ভার্মা। তিনি জানান, উদ্ধার করা মৎস্যজীবীরা বাহিনীর উদ্ধারকারী জাহাজে আছে। তাদেরকে রাজ্যের পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে এবং দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।