211
thumb Captured By: নিজস্ব চিত্র
              • 30-06-2022   00:17 AM •      Captured By: নিজস্ব চিত্র   211

বিস্ফোরণের অভিযোগ পাণ্ডবেশ্বর অজয় ​​শ্মশান বালির ঘাট এর কাছে একটি দীর্ঘদিনের পুরনো খোলা জীর্ণ ছাদ সেটি হঠাৎ জোর আওয়াজ ভেঙ্গে পড়ে যায়

নিজস্ব প্রতিনিধি অন্ডাল: বুধবার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত অজয় ​​শ্মশান বালির ঘাট কাছে একটি দীর্ঘদিনের পুরনো খোলা জীর্ণ ছাদ পুরানো সেটি হঠাৎ জোর আওয়াজ ভেঙ্গে পড়ে যায় তা নিয়ে রাজনৈতিক তর্জা । তবে সে সময় সেখানে কেউ উপস্থিত ছিল না আর অন্য কোনো ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি। এলাকাটি এছাড়াও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী শেডটির কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেন কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা, এলাকা ঘিরে ফেলে,ওই জায়গায় কাউকে যেতে দেওয়া হয়নি। খসে পড়া পিলারগুলো পরীক্ষা করে। প্রাথমিকভাবে ছাদ ধসে পড়েছে বলে মনে করা হচ্ছে। জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেছেন যে পাণ্ডবেশ্বরের পুরানো শ্মশানের কাছে বোমা বিস্ফোরণে চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেখানে নির্মিত ৪টি কক্ষ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে কমপক্ষে একশটি বোমা না ফাটলে এত বড় ঘটনা ঘটতে পারে না বলে তিনি দাবি করেন তিনি আরো বলেন বোমা মজুতের পেছনে রাজ্যের শাসকদল তৃণমূলের লোকেরা জড়িত, ঘটনার এনআইএ তদন্তের দাবি করেনঅন্য দিকে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন এরকম কোন ঘটনা ঘটেনি শ্মশানের আটচালা গুলি দীর্ঘদিনের পুরনো লাগাতার বৃষ্টির কারণে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টি পুলিশ দেখছে বলে জানান নরেন্দ্রনাথ চক্রবর্তী বিস্ফোরণের ফলে ভবনটি ধসে পড়েছে এবং অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা সত্যতা ছাড়া মিথ্যা গুজব না ছড়ানোর আবেদন জানানো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে